#——ইসলাম এবং অন্যান্য——#

লিখেছেন লিখেছেন Md Arif ২৩ এপ্রিল, ২০১৪, ০৯:৪৮:৩৭ রাত



১,হিন্দু ধর্ম: হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ রামায়ণ আর বেদ এর সারমর্মের মোধ্যে পৌত্তলিকতা আর পরকীয়া ব্যাতীত অন্য কোন শিক্ষা কোন মহান মনিষী পেয়েছেন কিনা সেটা রীতিমত গবেষণার বিষয়।

২, বৌদ্ধ ধর্ম: এ ধর্মের অন্যতম মূলনীতি হল "সংসার ধর্ম ত্যাগ কর, জীবে দয়া কর"। এই ধর্মের প্রবক্তা বুদ্ধ দেব তার বিবাহিত স্ত্রীকে ঘুমের মোধ্যে রেখে জঙ্গলে পালিয়ে মানব মনের স্বাভাবিক চাহিদার প্রতি চরম অভজ্ঞা করেছেন। যা অবিকৃত ইতিহাস দারা সত্যায়িত।

৩, খ্রিষ্টান ধর্ম: এটি মহান আল্লহ্'র পক্ষথেকে প্রেরিত নবীর (ঈসা আHappy মাধ্যমে প্রচারিত ধর্ম হলেও কালের পরিক্রমায় এটি ইতিহাসের সর্বোচ্ছ বিকৃত ধর্মের খেতাবটি কুড়িয়ে নিয়েছে। বর্তমান মুসলিম সমাজের বিষপোঁড় হিসেবে পরিচিত 'ধর্মনিরপেক্ষ মতবাদ' এই ধর্মেরই অতিবিকৃতির অভিশপ্ত ফসল।

৪, ইসলাম: এটি কোন নিচক ধর্ম নয়! এটি একটি পরিপুর্ন জীবন বিধান। কারন সৃষ্টির আদি থেকে অনন্ত, মানবের জন্মতত্ত্ব থেকে মৃত্যুর পরের অসীম জীবনের কোন দিকটি নিয়ে এতে আলোচনা করা হয়নি সেটা খুজে পাওয়াই দুষ্কর।

তাইতো বলি,,,,,,,,,,,,,,,

"জগত সংসারে যে কয়টা মহান ধর্ম বিদ্ধমান, তাহার মোধ্যে ইসলাম এক অনন্য মহিয়ান"

by—আরিফ

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212387
২৩ এপ্রিল ২০১৪ রাত ১০:২৯
সত্যবাদী ব্লগার লিখেছেন : আপনারে কে বলেছে অন্য ধর্মের সমালোচনা করতে ???? আল্লাহ নিষেধ করেছেন গালি দিতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে.।.।.।.।.।.।.।.।.।.।
212388
২৩ এপ্রিল ২০১৪ রাত ১০:৩০
সত্যবাদী ব্লগার লিখেছেন : অমুসলিমরা নাস্তিকরা জা ইচ্ছে তাই করুক । আমরা তাদের গালি দিব না।
212393
২৩ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৫
শিশির ভেজা ভোর লিখেছেন : "জগত সংসারে যে কয়টা মহান ধর্ম বিদ্ধমান, তাহার মোধ্যে ইসলাম এক অনন্য মহিয়ান"

ইসলাম ইজ দ্যা বেস্ট।
212410
২৩ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৪
আহ জীবন লিখেছেন : সত্যবাদী ব্লগার লিখেছেন : অমুসলিমরা নাস্তিকরা জা ইচ্ছে তাই করুক । আমরা তাদের গালি দিব না।
235590
১৬ জুন ২০১৪ রাত ১০:০৪
Md Arif লিখেছেন : ভাই সত্যবাদী, আমার ব্লগে আপনি কি ধরনের গালি খুজে পেয়েছেন তা আমার কাছে রীতিমত অস্পষ্ট। তবে গালি বা সমালোচনা যাই বলেন, মিথ্যার ধারে কাছে যাওয়া থেকে মহান রবের নিকট পানাহ চেয়েছি অসংখ্যবার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File